নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণে বাংলাদেশের জাতিসংঘের নির্ধারিত শর্তাবলি অর্জন উদযাপনের অংশ হিসাবে আয়োজিত প্রচারাভিযান ও বিশেষ সেবা সপ্তাহ (২০-২৫ মার্চ, ২০১৮) এর দ্বিতীয় দিনে ফেনী শহরের ৮ টি নির্দিষ্ট স্থানে অবস্থিত বিভিন্ন সরকারি/বেসরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/সংস্থা/দপ্তর এর স্টলসমূহ ঘুরে দেখা হয়। দেখা যায় যে, প্রতিষ্ঠাগুলো তাদের সেবাসমূহ প্রদর্শন ও ক্ষেত্র বিশেষে সেবা প্রদান করছে। উক্ত সেবা সপ্তাহ উপলক্ষ্যে ফেনী সদর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক এবং একটি বাড়ী একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক, ফেনী সদর এর ঋণ বিতরণ করা হয়। উল্লেখ্য যে, জেলার অন্যান্য উপজেলাগুলোতেও উক্ত প্রচারাভিযান ও বিশেষ সেবা সপ্তাহ সাড়ম্বরে পালিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস