জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান এর ৭ই মার্চ এর ভাষণ ইউনেস্কোর "মেমোরি অব দ্য' ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার" এ অর্ন্তভুক্তির মাধ্যমে 'বিশ্ব প্রামান্য ঐতিহ্য'র স্বীকৃতি লাভ করায় আজ ২৫ নভেম্বর, ২০১৭ দেশের অন্যান্য স্থানের মতই ফেনীতেও উদযাপন করা হয় এই অর্জন। উদযাপনের অংশ হিসেবে আজ সকাল ০৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শুরু হয় উদযাপন। এরপর ফেনী জেলার ইতিহাসে একটি অন্যতম সর্ববৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা বের বের করা হয়। এই আনন্দ শোভাযাত্রায় জেলার সকল সরকারী কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি আলোচনা অনুষ্ঠান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস