ফেনী জেলার ব্র্যান্ডিংয়ের মূল উদ্দেশ্যগুলো নিম্নরূপ:
• ফেনী জেলার স্বাতন্ত্র্য ও সম্ভাবনাকে বিকশিত করা;
• ফেনী জেলার বিভিন্ন এলাকার বন্যা নিয়ন্ত্রণ ও সমুদ্রের লোনা পানি প্রবেশ রোধ করা;
• সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা ও বর্ষা মৌসুমে নিষ্কাশন ব্যবস্থার উন্নতির মাধ্যমে ফেনীর টেকসই ও দীর্ঘস্থায়ী উন্নয়ন করা;
• উন্নত ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহারের মাধ্যমে কৃষি এবং মৎস্য চাষের উৎপাদন বৃদ্ধি করতঃ ফেনীর তথা দেশের খাদ্য ঘাটতি হ্রাস করা;
• মুহুরী সেচ প্রকল্প ও মুহুরী বাঁধকে পর্যটন শিল্প হিসেবে বিকশিত করা;
• পক্ষীকূল ও বন্যপ্রাণীর অভয়ারণ্য সৃষ্টির মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা;
• সামগ্রিকভাবে জেলার অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ডিজিটাল ফেনী বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করা।
ব্র্যান্ডিংয়ের বিষয় নির্বাচনের যৌক্তিকতা
ফেনী জেলার ব্র্যান্ডিংয়ের বিষয় হিসাবে ‘মুহুরী বাঁধ’ নির্বাচনের যৌক্তিকতা নিম্নরূপ:
• ফেনী নদী সীমান্ত রেখা এঁকে দিয়েছে ফেনী ও চট্টগ্রাম জেলার মধ্যে ;
• ‘মুহুরী বাঁধ’ কে ঘিরে রয়েছে এ জনপদের ভাঙ্গা গড়ার ইতিহাস ;
• ফেনী জেলায় বন্যা নিয়ন্ত্রণ,
• ফেনী জেলার রক্ষাবাঁধ ;
• ফেনী জেলাকে লবণাক্ততা থেকে মুক্তকরণ ;
• ভূমি পুনরুদ্ধার করা;
• নদীর ভাঙন হতে মানুষের সম্পদের সুরক্ষা ;
• ভূপৃষ্ঠস্থ মিঠা পানির বিশাল জলাধার;
• এ জেলার কৃষি, মৎস্য ও বনজ সম্পদ সমৃদ্ধির নেপথ্যে রয়েছে মুহুরী বাঁধ;
• মৎস্য, কৃষি চাষ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রয়েছে লাখো মানুষ ও তাদের জীবিকা ;
• মুহুরী বাঁধটি ফেনীর অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত;
• সোনাগাজী উপজেলায় দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে ফেনী নদীকে কেন্দ্র করে;
• প্রায় ৪০,০০০ হেক্টর জমি কৃষি চাষের আওতাভুক্ত হয়েছে;
• বর্তমানে ৯০০ কোটি টাকার ফসল উৎপাদিত হয় যা বাঁধ ও ফেনী রেগুলেটর নির্মাণের পূর্বে ছিল মাত্র ৫০ কোটি টাকা;
• বাঁধ ও ফেনী রেগুলেটর নির্মাণের ফলে সৃষ্ট কৃত্রিম জলাধার ও ২৪৫ টি সেচ খালে ব্যাপকভাবে মৎস্য চাষ;
• কৃষিতে অতিরিক্ত ১.২ মিলিয়ন শ্রমিকের কর্মসংস্থান ;
• প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি;
• ০.৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বায়ু বিদ্যুৎ প্রকল্প;
• কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থ -সামাজিক উন্নয়ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS