আজ ১লা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ তারিখে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, ফেনীর আয়োজনে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সম্মানিত নাগরিকববৃন্দের সমন্বয়ে সকাল ৮.৩০ টায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী প্রাঙ্গণ হতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিটিআই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। অতঃপর, পিটিআই স্কুল মাঠে অনুষ্ঠিত অলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান আরা বেগম সুরমা। তারপর, পিটিআই স্কুল মাঠে চার দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। তাছাড়াও, জেলার কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় ও যথাযথ আড়ম্বরে দিনটি উদযাপন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS