আস সালামু আলাইকুম
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় ফেনী জেলা এখন ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের একটি অংশ, এজন্য আমরা আনন্দিত। এটি কোন ডিসি অফিসের ওয়েবসাইট নয়, প্রতিটি সরকারি, বেসরকারি অফিস বা সেবাধর্মী প্রতিষ্ঠানের এখানে সমান অংশীদরিত্ব রয়েছে। বিশেষ করে সরকারী সেবাসমূহকে একসূত্রে গেঁথে একটিমাত্র পোর্টালে উপস্থাপন করাই এর উদ্দেশ্য। ফেনীর বিভিন্ন সরকারী বিভাগ প্রশিক্ষণ নিয়ে নিজেদের অফিসের প্রয়োজনীয় তথ্যসমূহ আপলোড করে আমাদের সহায়তা করছেন। এ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। তথ্য ভারাক্রান্ত করে নয়, জনগণের জন্য প্রয়োজনীয় ও সার্ভিস ওরিয়েন্টেড তথ্যগুলো নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনসহ আমরা প্রতিটি সরকারি অফিস/সেবা প্রদানকারী প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাব।
ফেনী জেলার এ ওয়েব সাইট সময়ের সাথে আরো সমৃদ্ধ হয়ে এ জেলার জন্য গর্বের একটি ক্ষেত্র তৈরি করবে। এজন্য সকলের সহযোগিতা ও অংশগ্রহণ বাঞ্ছনীয়। যে কোন ধরনের পরামর্শ, মন্তব্য অথবা তথ্য সংশোধনী সাদরে গ্রহণযোগ্য হবে।
জেলা প্রশাসক, ফেনী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS